মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩০
যে আচরণগুলো মর্যাদা ও সম্মানের পরিচায়ক

হযরত আলী আলাইহিস সালাম একটি হাদীসে এমন তিনটি আচরণের কথা তুলে ধরেছেন, যেগুলো কখনোই লজ্জার নয়; বরং এগুলো মানুষের চরিত্রের মহত্ত্ব, বিনয় ও প্রকৃত সম্মানের প্রতীক।

হাওজা নিউজ এজেন্সি:আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) বলেন,

ثَلاثٌ لایُسْتَحْیی مِنْهُنَّ: خِدْمَهُ الرَّجُلِ ضَیْفَهُ، وَ قِیامُهُ عَنْ مَجْلِسِهِ لِأَبِیهِ وَ مُعَلِّمِهِ، وَ طَلَبُ الْحَقِّ وَ إِنْ قَلَّ

“তিনটি বিষয়ে লজ্জাবোধ করা উচিত নয়—

১. নিজের অতিথির সেবা করা,

২. পিতা ও শিক্ষকের সম্মানে নিজের আসন থেকে উঠে দাঁড়ানো,

৩. ন্যায়ের দাবি করা—যদিও তা সামান্যই হোক।”

[মুস্তাদরাকুল ওয়াসায়েল, খণ্ড ১৬, পৃষ্ঠা ২৬০]

এই হাদীস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সম্মান ও মর্যাদা বাহ্যিক গৌরব বা লোকলজ্জায় নয়; বরং তা নিহিত আছে অতিথিসেবার বিনয়, পিতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং ন্যায়ের প্রশ্নে দৃঢ় অবস্থানের মধ্যে। এসব গুণই একজন মানুষকে সত্যিকার অর্থে মহিমান্বিত করে তোলে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha